Allay Korbe Bichar歌词由Raju Mondol演唱,出自专辑《Allay Korbe Bichar》,下面是《Allay Korbe Bichar》完整版歌词!
Allay Korbe Bichar歌词完整版
গানঃ আল্লায় করবে বিচার
কণ্ঠঃ রাজু মন্ডল
কথা ও সুরঃ আহমেদ শাকিল
সংগীতঃ রিয়েল আশিক
____________________________________________________
সরল পাইয়া দাগা দিলি
বিশ্বাসের ঘর পোড়াইলি
মিষ্টি কথায় কাছে ডাইকা
মন ভাঙলি আমার
ও তুই মিষ্টি কথায় কাছে ডাইকা
মন ভাঙলি আমার
আল্লায় করবে বিচার রে তোর
আল্লায় করবে বিচার
আমার আল্লায় করবে বিচার রে তোর
আল্লায় করবে বিচার
পিরিতি আগে বুঝিনাই শিখাইলিরে তুই
বুঝি নাই তোর কথায় কাজে ভেতর বাহির দুই
ও তুই বললি কি আর করলি কি কাজ
বললি কি আর করলি কি কাজ
কেমন ব্যবহার
আপন সেজে মারলি ছুরি বুকেরই ভেতর
আমারে কান্দাইয়া বেঈমান কি লাভ হইলো তোর
আমি এতো ভালবাসলাম তোরে
এতো ভালবাসলাম তোরে
কি দাম দিলি তার
যে আগুন শাকিলের মনে নেভে না তা জলে
পোড়া মন তবু বারেবার তোরই কথা বলে
ও তুই কৌশলে রক্ত ঝরালি
কৌশলে রক্ত ঝরালি
আমার কলিজার