Jonmantor歌词由Poizon Green演唱,出自专辑《Jonmantor》,下面是《Jonmantor》完整版歌词!
Jonmantor歌词完整版
আজ দুটো ক্ষুদ্র আলোর ব্যর্থ সৃষ্টি দিন
খুব ভোরে যেন শিশিরে ভেজা সদ্য ফোটা দুটো ফুল।
বাতাসের তালে নেচে যায় পাশাপাশি,
আরো কিছুক্ষণ চলবে বোধহয়
এই মরার ঝড় বৃষ্টি ।
এর ই মাঝে মিটি মিটি তারাদয়
ডাক দিয়ে যায় হাতছানি
বৃষ্টি ভেজা ওই সবুজ মাঠে
চাদের আলসে চাহনি।
দমকা হাওয়ার ছন্দে ছুটে যায়
সাদাকালো শকুন,
রক্তের সাদ মুখে নিয়ে 'উত্তর'
এখনো অনেকটা দূর।
এ দুটো তারার মহাসৃষ্টি ক্ষনে
যখনই সূর্য পূর্বে চোখ ম্যালে
মৌমাছিরা ছুটে আহরনে
উড়ে যায় তারা ঝাকে ঝাকে।
এ দুটো তারার প্রেমের বন্ধনে
তোমরা কেউ তাকিও না আর
পেছন ফিরে।
এখনও পথের অর্ধেকটাই বাকি,
পুরোটা শেষ হবে কবে?।