BONDHU AMAY MAYA LAGAIYA歌词由Roxy演唱,出自专辑《BONDHU AMAY MAYA LAGAIYA》,下面是《BONDHU AMAY MAYA LAGAIYA》完整版歌词!
BONDHU AMAY MAYA LAGAIYA歌词完整版
মধুর মধুর কথা কইয়া
অন্তর নিলা কাইড়া
ভাবি নাইরে আগে তুমি
যাইবা আমায় ছাইড়া(!!)
বন্ধু আমায় মায়া লাগাইয়া
রইলো কোথায় গিয়া
কথা ছিল রাখবো আদরে
এখন গেল সে ভুলিয়া
তার সনে ছিল আমার এমন এক পিড়িতি
ভুলে থাকা যায়কি বল
এমন মধুর স্মৃতি
মিছামিছি আশা দিয়া মন দিল ভাঙিয়ে,, ঐ
মনের দুঃখ রইলো মনে
দেখলো না আসিয়া
বড়ই ভুল করিলাম তারে
সরল মনটা দিয়া(!!)
আপন আপন কইরা
বন্ধু গেল পর করিয়া,,,,ঐ