笨鸟先飞
我们一直在努力
2025-01-11 10:20 | 星期六

Siter Dupur歌词-Ananya Bera&Ab Beats & Music

Siter Dupur歌词由Ananya Bera&Ab Beats & Music演唱,出自专辑《Siter Dupur》,下面是《Siter Dupur》完整版歌词!

Siter Dupur歌词

Siter Dupur歌词完整版

শীতের দুপুরের মতন

ছোট হয়ে এসেছে কথারা এখন

আগে যা ফুরোতে চাইতো না

তাই আজ কেটে যায় বুঝিনা কখন

ডুবেছিলাম প্রেমেতে যখন

মনে হতো এই একজন ই তো আপন

এখন আমি বসে একলা

রাতের তারাদের গুনি এক

নেই , কেউ সাথে নেই

একলা আমি সঙ্গী খুঁজি রাতের আকাশেই

আলো আর কেনো জানি লাগেনা ভালো

মিথ্যে মোড়া দুনিয়াতে সবই তো কালো

তবুও ফিরে আসি আমি

জানতে ঠিক কি ভুল করেছি

শেষ বিকেলের মনখারাপ

গড়ের মাঠে যেখানে বলেছিলে

চলে যেতে ...

এই শহর এর সব রাজপথ

চিনে ফেললো আমাদের যখন

ঠিক তখনি অচেনা হলাম আমি

আর মুচকি হাসলো শহর তখন

চারমিনারে পুড়িয়ে ঠোঁট

মুছতে চাইছি তোর আদর

নিকোটিনে যদি ভরি অন্তর

তাহলে কি পাবো প্রশ্নের উত্তর

শীতের দুপুরের মতন

ছোট হয়ে এসেছে কথারা এখন

আগে যা ফুরোতে চাইতো না

তাই আজ কেটে যায় বুঝিনা কখন

ঠিক ওই গাছেরা যেমন

অপেক্ষা করে শীত কাটবে কখন

নতুন পাতায় সাজবে ওরা আবার

আমি কি কখনো পারবো

হাসতে আবার আগের মতন

কেমন হবে সেই হাসি

যার পেছনে থাকবে না তুমিই

বলেছিলে বেসেছো ভালো

আমাকে বন্ধুর চেয়েও আরো

বরাবরই পড়া এ কপালে

সইলো না সুখ অত

কেমন লাগে খুব চেনা

থেকে হঠাৎ হয়ে যেতে খুব অচেনা

যদি হয় হঠাৎ দেখা

চিনলেও তখন আর চেনা যাবে না

শীতের দুপুরের মতন

ছোট হয়ে এসেছে কথারা এখন

আগে যা ফুরোতে চাইতো না

তাই আজ কেটে যায় বুঝিনা কখন

শীতের দুপুরের মতন

ছোট হয়ে এসেছে কথারা এখন

আগে যা ফুরোতে চাইতো না

তাই আজ কেটে যায় বুঝিনা কখন

বুঝিনা

বুঝিনা

বুঝিনা

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef012VVA9DgBRVQMD.html

相关推荐

  • Ses Diner College歌词-Ananya Bera&Ab Beats & Music

    Ses Diner College歌词-Ananya Bera&Ab Beats & Music

    Ses Diner College歌词由Ananya Bera&Ab Beats & Music演唱,出自专辑《Ses Diner College》,下面是《Ses Diner College》完整版歌词! Ses Diner College歌词完...

  • Hariye Jete Chai歌词-Ananya Bera&Ab Beats & Music

    Hariye Jete Chai歌词-Ananya Bera&Ab Beats & Music

    Hariye Jete Chai歌词由Ananya Bera&Ab Beats & Music演唱,出自专辑《Hariye Jete Chai》,下面是《Hariye Jete Chai》完整版歌词! Hariye Jete Chai歌词完整版...

  • Kaise歌词-Ananya Bera&Ab Beats & Music

    Kaise歌词-Ananya Bera&Ab Beats & Music

    Kaise歌词由Ananya Bera&Ab Beats & Music演唱,出自专辑《Kaise》,下面是《Kaise》完整版歌词! Kaise歌词完整版 Kaise samalu main tu hi mujhe bata de Pyaa...

  • REDEYES (Explicit)歌词-Finnal&Labeeday

    REDEYES (Explicit)歌词-Finnal&Labeeday

    REDEYES (Explicit)歌词由Finnal&Labeeday演唱,出自专辑《REDEYES (Explicit)》,下面是《REDEYES (Explicit)》完整版歌词! REDEYES (Explicit)歌词完整版 ...

  • 太空一日 (Live) (现场)歌词-Oliver Jiang

    太空一日 (Live) (现场)歌词-Oliver Jiang

    太空一日 (Live) (现场)歌词由Oliver Jiang演唱,出自专辑《》,下面是《太空一日 (Live) (现场)》完整版歌词! 太空一日 (Live) (现场)歌词完整版 太空一日 (Li...

  • 爱莫能助 (cover: 谭咏麟)歌词-申立军

    爱莫能助 (cover: 谭咏麟)歌词-申立军

    爱莫能助 (cover: 谭咏麟)歌词由申立军演唱,出自专辑《申申不息》,下面是《爱莫能助 (cover: 谭咏麟)》完整版歌词! 爱莫能助 (cover: 谭咏麟)歌词完整版 爱莫...

  • 人民记得 (其他)歌词-翦程

    人民记得 (其他)歌词-翦程

    人民记得 (其他)歌词由翦程演唱,出自专辑《《人民记得》》,下面是《人民记得 (其他)》完整版歌词! 人民记得 (其他)歌词完整版 作词:翦程警号是否能切身体会勇...