Siter Dupur歌词由Ananya Bera&Ab Beats & Music演唱,出自专辑《Siter Dupur》,下面是《Siter Dupur》完整版歌词!
Siter Dupur歌词完整版
শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
ডুবেছিলাম প্রেমেতে যখন
মনে হতো এই একজন ই তো আপন
এখন আমি বসে একলা
রাতের তারাদের গুনি এক
নেই , কেউ সাথে নেই
একলা আমি সঙ্গী খুঁজি রাতের আকাশেই
আলো আর কেনো জানি লাগেনা ভালো
মিথ্যে মোড়া দুনিয়াতে সবই তো কালো
তবুও ফিরে আসি আমি
জানতে ঠিক কি ভুল করেছি
শেষ বিকেলের মনখারাপ
গড়ের মাঠে যেখানে বলেছিলে
চলে যেতে ...
এই শহর এর সব রাজপথ
চিনে ফেললো আমাদের যখন
ঠিক তখনি অচেনা হলাম আমি
আর মুচকি হাসলো শহর তখন
চারমিনারে পুড়িয়ে ঠোঁট
মুছতে চাইছি তোর আদর
নিকোটিনে যদি ভরি অন্তর
তাহলে কি পাবো প্রশ্নের উত্তর
শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
ঠিক ওই গাছেরা যেমন
অপেক্ষা করে শীত কাটবে কখন
নতুন পাতায় সাজবে ওরা আবার
আমি কি কখনো পারবো
হাসতে আবার আগের মতন
কেমন হবে সেই হাসি
যার পেছনে থাকবে না তুমিই
বলেছিলে বেসেছো ভালো
আমাকে বন্ধুর চেয়েও আরো
বরাবরই পড়া এ কপালে
সইলো না সুখ অত
কেমন লাগে খুব চেনা
থেকে হঠাৎ হয়ে যেতে খুব অচেনা
যদি হয় হঠাৎ দেখা
চিনলেও তখন আর চেনা যাবে না
শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
বুঝিনা
বুঝিনা
বুঝিনা