Vai (Vocal)歌词由Mahmud Faysal演唱,出自专辑《Vai (Vocal)》,下面是《Vai (Vocal)》完整版歌词!
Vai (Vocal)歌词完整版
মনের গহীনে আহা যেই ভালোবাসা
গোপনে গোপনে তুলে হৃদের কাঁদন,
সেই ভালোবাসা ভুলে কেনো পৃথিবীতে
ভাই ছিঁড়ে ভাইয়ের রক্ত বাঁধন।।
এক মায়ের উদরে জন্ম নিয়েই
কতো না আপন তবু হয়ে যায় পর,
সব ভালোবাসা যেনো সূদুরে হারায়
নিমেষেই ভেঙে দেয় সাজানো সে ঘর।।
কতো না স্বপ্ন আহা কতো না স্বপ্ন আহা
কতো আয়োজন।।
ছোট্ট বেলার যত খুনসুটি মায়া
ভেঙে যায় বুঝি সব স্বার্থের ভীড়ে,
চুপিসারে কেঁদে কয় মমতাময়ী মা
যাসনে ওরে খোকা এ বাঁধন ছিঁড়ে।।
পৃথিবীতে আছে যত ভালোবাসা প্রেম
মন ভাঙা পাখিদের বিরহের সুর,
দাও প্রভু সব মনে প্রীতি মোলায়েম
ভুল বুঝাবুঝি যত করে দাও দূর।।
প্রাণে প্রাণে ফিরে যেনো সুখের লগন