Paper Dai歌词由Abdul Alim演唱,出自专辑《Paper Dai》,下面是《Paper Dai》完整版歌词!
Paper Dai歌词完整版
বাড়ী গাড়ী সকল কিছুর
ভাগ নিলেও হায়
কেউ নিবে না,নিবে নারে
তোমার পাপের দায়।
কিসের লাগি হারাম পথে
করছো তুমি আয়।
কেউ নিবে না,নিবে নারে
তোমার পাপের দায়।
প্রিয়জনের খুশির লাগি
যাচ্ছো করে সব,
হালাল-হারাম ভাবো নাতো
কলুষ অনুভব।
ঠকবাজিতে নিচ্ছো কেড়ে
অপরভাইয়ের ধন,
ছলচাতুরীর সাথে তোমার
নিত্য আলাপন।
পাপের সামান করছো জমাট
ভাঙা জীবন না'য়।
সকাল থেকে সন্ধ্যে খাটো
রাত্রে আঁকো ছক,
এই দুনিয়ার মোহে তুমি
হয়েছো আটক।
সবকিছুরই খবর রাখো
দ্বীনের বেলা চুপ,
আসল ছেড়ে করছো কামাই
শুধুই পোড়া ধূপ।
ভাবলে নাতো কোথায় এলে
যাবেরে কোথায়।