Jege Jege (From Uraan)歌词由Shreya Ghoshal&Joy Sarkar演唱,出自专辑《Best of Shreya Ghoshal》,下面是《Jege Jege (From Uraan)》完整版歌词!
Jege Jege (From Uraan)歌词完整版
Jege Jege (From "Uraan") - Shreya Ghoshal/Joy Sarkar
Lyrics by:Srijato
Composed by:Joy Sarkar
জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত
আজ রাতে চলে যেও না যেও না যেও না
আজ রাতে
নানা না না নানা
নানা না না না না
নানা না না নানা
না না না
নানা না না না না
নানা না না নানা
নানা না না না না
না না না
ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে
আজ রাতে চলে যেও না যেও না যেও না
আজ রাতে
দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা
হো আজ রাতে চলে যেও না
যেও না যেও না আজ রাতে
এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া
আজ রাতে চলে যেও না যেও না যেওনা
আজ রাতে
জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত
আজ রাতে চলে যেও না যেও না যেও না
আজ রাতে নানা না না
নানা না না না
নানা না না না না
নানা না না না
নানা না না না না
নানা না না না
নানা না না না না
না না না
নানা না না না
নানা না না না না
নানা না না না
না না না
নানা না না নানা
নানা না না না না
নানা না না নানা
না না না