Chilo amar uchchol mon歌词由Nitu演唱,出自专辑《Chilo amar uchchol mon》,下面是《Chilo amar uchchol mon》完整版歌词!
Chilo amar uchchol mon歌词完整版
ছিলো আমার উচ্ছল মন
সব গিয়েছে উবে
দেখলে মানুষ ভাবি গো পর
আপন না ভেবে॥
মনটা আমার বদলে গেছে
হৃদয় গেছে চিড়ে
আমার মনের কোকিল
ডাকে না যে আর বসন্তে রে।
ঝাপটা হাওয়া এসে বুঝি
দিলো সকলই নিভে॥
পালা পার্বন করতাম কতো
ভরা আনন্দে
আজকে আমি সব ভুলেছি
পরে বেতালও ছন্দে।
আমার হাজার কথার স্মৃতি
শুধু জ্বালাই বাড়ায় নিতি
তাইতো আমি রাস্তা খুঁজি
তারে (এ স্মৃতি) ভুলবো কিভাবে
আমি, এ স্মৃতি ভুলবো কিভাবে॥