Kongso Parer Koinna歌词由Palash Loha&Sharmin Akter演唱,出自专辑《Kongso Parer Koinna》,下面是《Kongso Parer Koinna》完整版歌词!
Kongso Parer Koinna歌词完整版
ও কংস পাড়ের কইন্যা
রাহো তুমি জাইন্যা
হাসিমুখে না কউ কতা জানে বাঁচতাম না
জলের লগে ভাইসা যাইবাম আর আইতাম না।
তুমি না ডাকিলে আর ফিইরা আইতাম না।।
মেয়ে:
"কাউয়ার মুহো কমলা"কউ শুভা কি গো পায়?
ভাসো না ডুইব্বা মরো আমার কিবা দায়
তুমার জ্বালায় মনে লয় গাঙ্গো আইতাম না।।
ছেলে
আলতা দিয়া পাও রাঙ্গাইয়া জলে বিজাও পাও,
হাছা কইরা কও কইন্যা কারে তুমি চাও?
তুমারে পাইলে আমি কিচছু চাইতাম না।।
মেয়ে
লাজের কতা কইও না ছে জাইত বুঝি যায়
প্রেম পিরিতি করতে নিষেধ করছে বাবা মায়।
তুমার মতন বেশরম বন্ধু বানাইতাম না।।
ছেলে
ডিঙ্গাপুতাত ডুইব্যা মরবাম দেখতা চাইছোনি
পাষাণী কইন্যা তুমি কও রাজি হইছোনি?
আড় চোউখের তীর মারছো জানে বাঁচতাম না।।
মেয়ে
মনের তলের সব কতা কি মুহে কওন যায় ?
পাড়ার লুকে হুনলে করবো ছি ছি হায় হায় !
মইরো না মরিলে এমন রসিক পাইতাম না ।।
ছেলে
হাইসা কতা কইছে কইন্যা ঢেউ উঠছে হাওরে
খুপাডা সুন্দর লাগে নাইল্যা পাতার বাহারে!
সোনার মুখে ‘হ্যাঁ’ না হুইন্যা বাড়িত যাইতাম না।।