Arekta Boshonter Dupur歌词由Akib Hayat演唱,出自专辑《Akashe Ekta Pakhi》,下面是《Arekta Boshonter Dupur》完整版歌词!
Arekta Boshonter Dupur歌词完整版
দূর বহুদূর
আমার ছায়া হাঁটে আমার পাশাপাশি
পথেই দেখা হবে পথেই কান্না হাসি
দূর বহুদূর
পৌঁছে যেতে হবে হওয়ার আগেই দুপুর
পথেই খোয়া যাবে পায়ের প্রিয় নূপুর
পথেই দেখা হবে পথেই নামবে দুপুর
না না না
না না না না না না না না
না না না
না না না না না না না না
পথে হাওয়া দিলে বাড়তে থাকে মন
মন বলে নতুন সুর কানে এলে চুপটি করে শোন
সন্ধের আলো নিভে যায় আমি জেগে রই
হাতে কেউ রাখতে চাইলে হাত আঁকড়ে ধরে রই
দূর বহুদূর
আমার ছায়া হাঁটে আমার পাশাপাশি
পথেই দেখা হবে পথেই কান্না হাসি
পথেই খোয়া যাবে স্মৃতির জলরাশি