笨鸟先飞
我们一直在努力
2025-01-24 02:21 | 星期五

Chithi歌词-Sleeping Buddha

Chithi歌词由Sleeping Buddha演唱,出自专辑《Chithi》,下面是《Chithi》完整版歌词!

Chithi歌词

Chithi歌词完整版

একটা চিঠি লেখার শক্তি দাও

যাতে সত্যটা ওকে দেখাতে পারি।

পৌঁছে দিও স্বশরীরে তাকে

যদি আমিও এই জীবনযুদ্ধে হারি ।

নামহীন হবে চিঠিটা

তবে লেখা একজনকে,

দামহীন হবে লেখক

হয়তো তার সমুক্ষে।

হৃদপিন্ডের ফাটলটাকে

চেপে আটকে রেখে

কিছু প্রশ্নের জবাব চাইবো

চিঠির মধ্য থেকে।

নতুন করে আবার কি তুমি হাসি ফোটাতে পারো?

অন্য কারোর ব্যাক সিটে বসে কোমর জড়িয়ে ধরো ?

রাতের গভীরতার সাথে আজও কি কথা বাড়ে ?

কল্পনা জাহাজে চলে যাও কি সুখ পাহাড়ে?

এই কথা বলার শক্তি দাও

যাতে সত্যটা ওকে দেখাতে পারি

পৌঁছে দিও স্বশরীরে তাকে

যদি আমিও এ জীবন যুদ্ধে হারি।

পৌছাবে চিঠিটা হয়তো অনেকদিন পর

তবে পৌছাবেই যে চিঠিটা তা বদ্ধপরিকর।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef04eVVA9AwtTWgsC.html

相关推荐

  • 宇宙的秘密歌词-颜俊侠

    宇宙的秘密歌词-颜俊侠

    宇宙的秘密歌词由颜俊侠演唱,出自专辑《宇宙的秘密》,下面是《宇宙的秘密》完整版歌词! 宇宙的秘密歌词完整版 作词:颜俊侠作曲:颜俊侠编曲:松鼠录音:王与...

  • 京城雪 (COVER版)歌词-whisper

    京城雪 (COVER版)歌词-whisper

    京城雪 (COVER版)歌词由whisper演唱,出自专辑《》,下面是《京城雪 (COVER版)》完整版歌词! 京城雪 (COVER版)歌词完整版 念白:阿敢前尘 的一切像镜中花 水中月...

  • 夏天的冰激凌歌词-KK.Mine

    夏天的冰激凌歌词-KK.Mine

    夏天的冰激凌歌词由KK.Mine演唱,出自专辑《夏天的冰激凌》,下面是《夏天的冰激凌》完整版歌词! 夏天的冰激凌歌词完整版 夏日的阳光洒在街头你的笑容像冰激凌般...

  • Tere Bin Rataan Guzaroo歌词-J&J

    Tere Bin Rataan Guzaroo歌词-J&J

    Tere Bin Rataan Guzaroo歌词由J&J演唱,出自专辑《Tere Bin Rataan Guzaroo》,下面是《Tere Bin Rataan Guzaroo》完整版歌词! Tere Bin Rataan Guzaroo歌词完...