O Manus Bhabo Na Ekbar歌词由Sifat Rizwan Nafi演唱,出自专辑《O Manus Bhabo Na Ekbar》,下面是《O Manus Bhabo Na Ekbar》完整版歌词!
O Manus Bhabo Na Ekbar歌词完整版
তুমি ছিন্ন কইরা সকল বন্ধন
আতর গোলাপ সোয়া চন্দন
ছিন্ন কইরা সকল বন্ধন
আতর গোলাপ সোয়া চন্দন
মাইখা সারা অঙ্গে
মরলে হবা কবরবাসী
কেউ যাবে না সঙ্গে তোমার
কেউ যাবে না সঙ্গে
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার
ধরছো যা যা বুকে জড়ায়
আমার আমার করে
করছো কত বাহাদুরি
টাকা পয়সার জোরে
তুমি টাকা পয়সার জোরে
ধরছো যা যা বুকে জড়ায়
আমার আমার করে
করছো কত বাহাদুরি
টাকা পয়সার জোরে
দমের গাড়ি হইলে বিকল
দমের গাড়ি হইলে বিকল
মূল্য নাই রে তার
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার
পরছো কত জামা জুতা
জামদানি কাতান
হইলেগো লাশ জুটবে তোমার
শুধুই সাদা থানরে
শুধুই সাদা থান
পরছো কত জামা জুতা
জামদানি কাতান
হইলেগো লাশ জুটবে তোমার
শুধুই সাদা থান
গলবে তুমি পচবে তুমি
গলবে তুমি পচবে তুমি
দুদিন পরেই সার
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার
যাদের জন্য গায়ের রক্ত
করছো তুমি ঘাম
চোখ বুঝিলে তারাই শ্রমের
দেবে না আর দামরে
দেবে না আর দাম
যাদের জন্য গায়ের রক্ত
করছো তুমি ঘাম
চোখ বুঝিলে তারাই শ্রমের
দেবে না আর দাম
শেষ বিচারে কেউ হবেনা
শেষ বিচারে কেউ হবেনা
পাপের ভাগীদার
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার
ও মানুষ ভাবো না একবার
হাসর দিনে ফুলসিরাত টা
কেমনে হবা পার