Shongonirodh Somachar歌词由Sinha Brothers Project演唱,出自专辑《Shongonirodh Somachar》,下面是《Shongonirodh Somachar》完整版歌词!
Shongonirodh Somachar歌词完整版
দেখো আজ নগরী নিস্তব্ধ
যদি বুঝে থাকো এই শূন্য কোলাহল
তবে শুধরে নিও পথ
শুধরে নিও বিবেক।
জঞ্জাল ভরা ধরণী
হাঁপিয়ে উঠে করুণ দশায়
ক্রোধে ভরা ধরণী
রক্তিম আজ গ্রহণের তরে
চার দেয়ালে বন্দী হয়ে আছো
মানব, তুমি কি সভ্যতা?
নাকি অযাচিত কোন প্রাণ
যা করেছে এই ভুবন ম্লান