Doyal Tomar Ki Doya Hoyna (Explicit)歌词由Mousumi Mou演唱,出自专辑《Doyal Tomar Ki Doya Hoyna (Explicit)》,下面是《Doyal Tomar Ki Doya Hoyna (Explicit)》完整版歌词!
Doyal Tomar Ki Doya Hoyna (Explicit)歌词完整版
তোমার কৃপায় জগত সংসার
তোমার জমিদারী (দয়াল)
কেমন কইরা সওগো তুমি
দুঃখ ব্যাথা আহজারি
দয়াল তোমার কি দয়া হয়না
দয়াল তোমার কি মায়া হয়না
রহমান তুমি রহিম তুমি
তুমি মেহেরবান
তুমি ছাড়া কে করিবে
দুঃখ অবসান
এতো কষ্ট প্রাণে আমার
আরতো সহেনা (দয়াল)
দয়াল তোমার কি দয়া হয়না
দয়াল তোমার কি মায়া হয়না
পাপী আমি বান্দা তোমার
তুমি গুফরান
ক্ষমা চাইগো মাবুদ আমি
চাইগো পরিত্রান
খালি হাতে আমায় তুমি
নিরাশ করোনা (দয়াল)
দয়াল তোমার কি দয়া হয়না
দয়াল তোমার কি মায়া হয়না