Mitthebadi Ami歌词由Fuad&Topu演唱,出自专辑《Bondhu Bhabo Ki ? ( ?)》,下面是《Mitthebadi Ami》完整版歌词!
Mitthebadi Ami歌词完整版
সত্যবাদী আমি ভুলে গেছি শেষ যে কবে
মিথ্যা বলেছি
শুনছো কি তুমি
একটা মিথ্যে করবে যে আজ আমাকে পাপী
ভুলে গেছি তোমাকে আমি এ কথা বলি
হলাম আজ পাপী, তুমি শুনছো কি?
আমি মিথ্যেবাদী
তোমায় ভুলতে গিয়ে, ভুলেছি নিজেকে
হলো না ভোলা, আমার ভালোবাসা তোমাকে।
চোখ বুঁজে আমি, জ্বলছে নিভছে লালচে আলো
তোমায় এঁকেছি।
নাম দিয়েছি পরী, ডানা ছাড়া ইচ্ছে মতো
তোমাকে গড়ি।
এ সবই ছিল স্বপ্ন এক, বাস্তবতা নয়
এ কথা বলি, তুমি শুনছো কি?
আমি মিথ্যেবাদী।
আমি পাপী মিথ্যেবাদী তুমি শুনছো কি?
আরেকটা মিথ্যে যদি বলি ক্ষতি কি খুব বেশি?
প্রতি মুহূর্তে তোমাকে ভুলি অন্য কাউকে ভাবি
এ কথা বলি, তুমি শুনছো কি?
আমি মিথ্যেবাদী।