Chokher Panir Mullo Dila Na歌词由AF Saikot演唱,出自专辑《Chokher Panir Mullo Dila Na》,下面是《Chokher Panir Mullo Dila Na》完整版歌词!
Chokher Panir Mullo Dila Na歌词完整版
আমার এক ফোঁটা চোখের পানির মূল্য দিলানা
আমার দশ ভাগের এক ভাগ তুমি দুঃখ নিলানা
আমার ভালোবাসা আসমান সমান মূল্য খুইজো না .
হয়তো আবার এই জগতে' আর হবেনা দেখা,
ঐ পারেতে উড়াল দেবো ' কাদবা একা একা ||
সেদিন আর পাবেনা না, হাত বড়িয়ে ডেকোনা,
কেদে কেদে অন্ধ হলেও, আর তো ফিরবো না,,,,,, আমার এক ফোটা
এই ভেবোনা আমার মতো বসবে ভালো কেউ,
এতো ভালোবেসেও, বুকে দিলে ব্যথার ঢেউ ||
জানি ঠিকি বুঝবে সেদিন আমায় খুজবে। কেদে কেদে ডাকবে আমায়, আর তো ফিরবো না,