Tomay Mone Pore歌词由Haaris Solaiman演唱,出自专辑《Tomay Mone Pore》,下面是《Tomay Mone Pore》完整版歌词!
Tomay Mone Pore歌词完整版
তোমায় মনে পড়ে এখনো
বিকেলের মিষ্টি বাতাসে সন্ধ্যার আলোতে
জীবনের প্রতিটি
গানে আর গানে ।
হৃদয়ের অবারিত নীলিমায়
অস্পষ্ট যে ছবি এঁকেছি সেই তোমায়
সন্ধ্যার কাছাকাছি আলো-আঁধারি
অস্পষ্ট আমি খুঁজি তোমায় ।
নির্জন রাতে নিয়ন আলোয় এই পথে
অপেক্ষায় আছ কি জানালারারি পাশে
স্মৃতির কাছাকাছি স্বপ্নে আঁকা ছবি
ভুলিনি আমি সেই তোমায় ।
তোমায় মনে পড়ে এখনো
বিকেলের মিষ্টি বাতাসে সন্ধ্যার আলোতে
জীবনের প্রতিটি
গানে আর গানে ।