NACH歌词由SPB演唱,出自专辑《NACH》,下面是《NACH》完整版歌词!
NACH歌词完整版
Verse:
রিনা মিনা ওই চম্পা
তোর লাগবো কি ধুমকা
কই যাওস তুই ফান কইরা
ভালোবাসার গান কইরা
বুক ফাইট্টা যায় আমার বুক ফাইটা যায়
আরে রে মণডা কি ছোট আমার কেডা আয় কেডা যায়
কেডা আয় কেডা যায় মামা কেডা আয় কেডা যায়
হিলা হিলা পাউ ডা হিলা হিলা। নাচ
Chorus:
সবাই জানে আমি কি চালু চিস
আমার মত বাংলাতে নেই এক পিস
মিউজিক বাজাও একই সাথে
ফ্লোরে এসে সবাই নাচ
verse:
কেডা কেডা কেডা কেডা আয়
লাগবে কইয়া পড়ো পায়
দোস্ত এখন হবা আমার
আগে কর মামা হাই ফাই
হাই ফাই হাই ফাই হাই ফাই
হাই ফাই হাই ফাই হাই ফাই
মইরা যামু আর বাচুম না
প্রেম পিরিতি করুম না
মাছ ঝটকা দে ফটকা
সিল মাইরা দিমু
Chorus:
সবাই জানে আমি কি চালু চিস
আমার মত বাংলাতে নেই এক পিস
মিউজিক বাজাও একই সাথে
ফ্লোরে এসে সবাই নাচ