Chotto Belar khelar Sathi歌词由SA Apon演唱,出自专辑《Chotto Belar khelar Sathi》,下面是《Chotto Belar khelar Sathi》完整版歌词!
Chotto Belar khelar Sathi歌词完整版
সেই ছোট্ট বেলার খেলার সাথি
নাই রে আমার নাই
হারায় গেলো জানিনা সে
কোনসে অজানায় ।।
এই মনটা শুধু দমে দমে
খুঁজিয়া বেড়ায়
এই মন টা শুধু বারে বারে
খুঁজিয়া বেড়ায়,
----সেই ছোট্ট বেলার খেলার সাথি
নাইরে আমার নাই ।।
কতো স্মৃতি পড়ে আছে
এই না ভূবনে
একি আত্মা ছিলাম আমরা
মিলে দুজনে ।।
ছোট্ট বেলার মধুর সময়
যায় কি ভুলা যাই
ছোট্ট বেলার মধুর সময়
যায়কি ভুলা যাই
সেই ছোট্ট বেলার খেলার সাথি
নাইরে আমার নাই ।।
আজো তারে পড়লে মনে
মনটা যে কাঁদে
পুতুল হয়ে ভাঙলো হৃদয়
কোন অপরাধে ।।
স্মৃতি গুলো আকড়ে কাঁদি
দেখার মানুষ নাই
স্মৃতি গুলো আকড়ে কাঁদি
দেখার মানুষ নাই,,
সেই ছোট্ট বেলার খেলার সাথি
নাইরে আমার নাই,