Jol Khelai歌词由Ankon Iasmen演唱,出自专辑《Jol Khelai》,下面是《Jol Khelai》完整版歌词!
Jol Khelai歌词完整版
আয় লো সখী জল খেলাই যমুনার ঘাটে
দেখো প্রাণবন্ধু বইসা আছে গো
মনমাঝিরও রূপেতে, যমুনার ঘাটে।
মনপবনের পাল তুইলাছি সুখের স্বপন দিয়া
বুকের নদী উজান ছোটে ভাঙে যেন হিয়া
উড়ালপঙ্খী মন যে আমার কেমন করে বাঁধি
মন উচাটন যখন তখন আমি উদাসিনী
সুজন আমার ভেদ বোঝে না (২)
যায় শুধু ডাকিয়া রে, যমুনার ঘাটে।
বকুল ফুলের মালা গেঁথে পরাই তারই গলে
রসিকচোরা রঙে ডুবায় ছলাকলার জালে
দুঃখে তখন বুক ফাইট্যা যায় অঙ্গ বুঝি পোড়ে
কি সুখে লো স্বপন সাজাই এমন হিয়ার ডোরে।
সুজন আমার মন বুঝে না (২)
যায় শুধু ডাকিয়ারে, যমুনার ঘাটে।