笨鸟先飞
我们一直在努力
2025-01-21 15:41 | 星期二

Krishno Preme Pora Deho歌词-Kasturi SenBhunia演唱

Krishno Preme Pora Deho歌词由Kasturi SenBhunia演唱,出自专辑《Krishno Preme Pora Deho》,下面是《Krishno Preme Pora Deho》完整版歌词!

Krishno Preme Pora Deho歌词

Krishno Preme Pora Deho歌词完整版

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কে বুঝবে অন্তরের জ্বালা

কে বুঝবে অন্তরের জ্বালা,

কে মোছাইবে আঁখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি ?

যেই দেশেতে আছে আমার

বন্ধু চাঁদ কালা,

সেই দেশেতে যাব নিয়ে ..

ফুলেরও মালা।

নগর গাঁয়ে ঘুরবো আমি

নগর গাঁয়ে ঘুরবো আমি,

যোগিনী বেশ ধরি...

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

তোমরা যদি দেখে থাকো

খবর দিও তারে,

নইলে আমি প্রাণ ত্যেজিব..

যমুনারই নীড়ে।

কালা আমায় করে গেল

কালা আমায় করে গেল,

অসহায় একাকী..

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কালাচাঁদ কে হারাইয়া

হলাম যোগিনী,

কত দিবা নিশি গেল..

কেমনে জুড়াই আঁখি?

লালন বলে যুগল চরণ

লালন বলে যুগল চরণ,

আমার ভাগ্যে হবে কি..

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কৃষ্ণ প্রেমে পুড়া দেহ

কি দিয়ে জুড়াই বলো সখি?

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef097VVA9AgBWVg.html

相关推荐

  • (Explicit)歌词-UV演唱

    (Explicit)歌词-UV演唱

    (Explicit)歌词由UV演唱,出自专辑《UV EP (Explicit)》,下面是《(Explicit)》完整版歌词! (Explicit)歌词完整版 驻讜转讞 转'诪讞砖讘 讜讗讝 诪驻住讬拽 诇讞...

  • 爱的供养 (cover: 杨幂)歌词-姚萍演唱

    爱的供养 (cover: 杨幂)歌词-姚萍演唱

    爱的供养 (cover: 杨幂)歌词由姚萍演唱,出自专辑《心情日记》,下面是《爱的供养 (cover: 杨幂)》完整版歌词! 爱的供养 (cover: 杨幂)歌词完整版 词:于正曲:谭...

  • Catch It (Mixed)歌词-Andrew Applepie&NKLS演唱

    Catch It (Mixed)歌词-Andrew Applepie&NKLS演唱

    Catch It (Mixed)歌词由Andrew Applepie&NKLS演唱,出自专辑《Kitsun Musique Mixed by Crewshade (DJ Mix) [Explicit]》,下面是《Catch It (Mixed)》完整版歌词...

  • Uno, Dos y Tres歌词-Las Prez演唱

    Uno, Dos y Tres歌词-Las Prez演唱

    Uno, Dos y Tres歌词由Las Prez演唱,出自专辑《Uno, Dos y Tres》,下面是《Uno, Dos y Tres》完整版歌词! Uno, Dos y Tres歌词完整版 Ven, que te voy a ...