Krishno Preme Pora Deho歌词由Kasturi SenBhunia演唱,出自专辑《Krishno Preme Pora Deho》,下面是《Krishno Preme Pora Deho》完整版歌词!
Krishno Preme Pora Deho歌词完整版
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কে বুঝবে অন্তরের জ্বালা
কে বুঝবে অন্তরের জ্বালা,
কে মোছাইবে আঁখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি ?
যেই দেশেতে আছে আমার
বন্ধু চাঁদ কালা,
সেই দেশেতে যাব নিয়ে ..
ফুলেরও মালা।
নগর গাঁয়ে ঘুরবো আমি
নগর গাঁয়ে ঘুরবো আমি,
যোগিনী বেশ ধরি...
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
তোমরা যদি দেখে থাকো
খবর দিও তারে,
নইলে আমি প্রাণ ত্যেজিব..
যমুনারই নীড়ে।
কালা আমায় করে গেল
কালা আমায় করে গেল,
অসহায় একাকী..
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কালাচাঁদ কে হারাইয়া
হলাম যোগিনী,
কত দিবা নিশি গেল..
কেমনে জুড়াই আঁখি?
লালন বলে যুগল চরণ
লালন বলে যুগল চরণ,
আমার ভাগ্যে হবে কি..
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কৃষ্ণ প্রেমে পুড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি?