Amay Niye Khelle tumi Premeri Khela歌词由Shahanaj Parvin演唱,出自专辑《Amay Niye Khelle tumi Premeri Khela》,下面是《Amay Niye Khelle tumi Premeri Khela》完整版歌词!
Amay Niye Khelle tumi Premeri Khela歌词完整版
গীতিকার: জিয়াউর রহমান
শিল্পী: শাহানাজ পারভীন
আমায় নিয়ে খেললে তুমি এমন প্রেমের খেলা
ভালোবাইসা তোমায় আমার হইল কিযে জালা 2
ভালোবাইসা তোমায় আমি দেখছি কত স্বপ্ন
তোমার প্রেমে পইড়া আমার জীবন হইল ধ্বংস হায়রে জীবন হইল ধ্বংস 2
ছাইরা তুমি যাইও নারে পায়ে ধরে বলি
ভুইলা গেলে আমায় তুমি যাব আমি মরি.
লাইলির প্রেমে মজনু যেমন হইছিল দেওয়ানা
তোমার মনে আমার মনটা হইয়া গেছে জোড়া হায়রে হইয়া গেছে জোড়া 2
জনম জনম রাখবে আমায় তোমার বুকে ধরি
ভুইলা গেলে আমায় তুমি যাব আমি মরি.
আমায় নিয়ে খেললে তুমি এমন প্রেমের খেলা
ভালোবাইসা তোমায় আমার হইল কিযে জালা 2