Kota Boisommo歌词由Tamim H Omi&Muhammad Riaz&Shafiq Adnan&Asraf Bin Ali演唱,出自专辑《Kota Boisommo》,下面是《Kota Boisommo》完整版歌词!
Kota Boisommo歌词完整版
একাত্তরে ছাত্ররাই তো ভেঙেছিল সব শৃংখল,
স্বাধীনতাকামী জনতার ছাত্ররাই ছিল মনবল,
৫২তে ভাষার জন্য ছাত্র দিয়েছে প্রাণ,
বিশ্বের মাঝে বাংলাকে তারা দিয়েছে সেরা স্থান।
ছাত্র-ই যদি না থাকে দেশে হবে না আন্দোলন,
ছাত্র-ই যদি না থাকে শক্ত হবে না সিংহাসন।
নির্বিচারে প্রতিনিয়ত ছাত্র হত্যা করো
গাড়ীর চাপায় ছাত্র মারতে হুশ থাকেনা কোনো
ছাত্র কেন চাইবে তাদের মৌলিক অধিকার
আইন সেতো ছাত্রের বেলা অবাক নির্বিকার
ছাত্রের চেয়ে পশুরাও বেশি প্রিয়জন বেশি আপনজন
ছাত্র ধরো ছাত্র মারো গ্রেফতার করো তাদের
ছাত্র জাগলে পালানোর পথ থাকবেনা তোমাদের
ছাত্রদেরকে নিজের স্বার্থে করছে ব্যবহার
নিজের গদি পোক্ত করতে ছাত্রই হাতিয়ার
প্রয়োজন শেষে ছাত্রদেরকে হতে হচ্ছে লাশ,
ছাত্রের তাজা রক্তে লাল হচ্ছে সবুজ ঘাস
ছাত্ররা বুঝি সমাজের কাছে শুধুই প্রয়োজন