Olosh Sondhey歌词由Abir’s Melody&Snehanghshu Chakraborty演唱,出自专辑《Olosh Sondhey》,下面是《Olosh Sondhey》完整版歌词!
Olosh Sondhey歌词完整版
তখন আকাশ মেঘলা অগোছালো
মনের মাঝে দুঃখগুলো জড়ো
মেঘ যেন এলোচুল হয়ে করে খেলা
তোমায় ভেবে অলস সন্ধ্যে বেলা...
আমার সন্ধ্যা আমার রাত্রি জুড়ে
বইছে হাওয়া সেই তোমারই সুরে
চাঁদের আলো অজুহাতের ছলে
স্মৃতির পাতায় তোমায় খুঁজে চলে
আকাশ পটে ধূসর তোমার ছবি
দুঃখ কেন রং হল তা ভাবি
মনের মেঘে জমছে নোনা জল
অশ্রু হয়ে ঝরবে কিনা বল?