Bondhur Khobor Loyio歌词由Rana Bappy演唱,出自专辑《Bondhur Khobor Loyio》,下面是《Bondhur Khobor Loyio》完整版歌词!
Bondhur Khobor Loyio歌词完整版
আমি যেদিন যাব মারা
বন্ধুরে বলিস না তোরা
খুব গোপনে তার উঠোনে
মাটি চাপা দিও
আমার হইয়া তোমরা আমার
বন্ধুর খবর লইও ২বার
বন্ধু আমার এক জনমের আসমানের ও চাঁদ
তারে ছাড়া কেমনে থাকবো বাঁচে না পরান
পাথর চোখে থাকবো চাইয়া ২বার
বন্ধুরে বুঝাইও
আমার হইয়া তোমরা আমার
বন্ধুর খবর লইও ২বার
নির্ঘুম প্রেমের সাধের দেহ পুইড়া হইল ছাই
আমার দুঃখ দেখার মত দরদী কেউ নাই
সুখের ঘরে দুঃখের ছায়া ২বার
আড়ালে কানদিও
আমার হইয়া তোমরা আমার
বন্ধুর খবর লইও ২বার
নিজে না খাইয়া বেইমান খাওয়াইছিলাম তোরে
বিনা দোষে করলে দোষী মানে না অন্তরে
কয় মুল্লিকে মরণ কালে ২বার
আত তাতে বান্ধিও
আমার হইয়া তোমরা আমার
বন্ধুর খবর লইও ২বার
আমি যেদিন যাব মারা
বন্ধুরে বলিস না তোরা
খুব গোপনে তার উঠোনে
মাটি চাপা দিও
আমার হইয়া তোমরা আমার
বন্ধুর খবর লইও ২বার