Kon Se Jadu Koria歌词由Hridoy Saikat&Noshin Adiba演唱,出自专辑《Kon Se Jadu Koria》,下面是《Kon Se Jadu Koria》完整版歌词!
Kon Se Jadu Koria歌词完整版
কোন্ সে জাদু করিয়া কাছে টানিয়া
রূপনয়নের ইশারাতে আমায় ডুবাইলা
মেয়ে
কোন্ সে জাদু করিয়া কাছে টানিয়া
প্রেমনয়নের ইশারাতে পাগল করিলা
মেয়ে
অন্তর আমার ও……………
অন্তর আমার যায় যে পুড়ে তোমারও লাগিয়া রে
তোমারও লাগিয়া।
মেয়ে
কোন্ সে জাদু করিয়া কাছে টানিয়া
প্রেমনয়নের ইশারাতে পাগল করিলা
মেয়ে
তুমি হইলা মনের গাঙের রঙিন নায়ের মাঝি
পাল তুইলা দাও ঘাটে ঘাটে প্রেমের বৈঠা ধরি।।
মন যে আমার উথাল পাথাল।।
অন্তর যায় পুড়িয়া রে অন্তর যায় পুড়িয়া।
ছেলে
কত আশায় বুক বাইন্ধ্যাছি তুলবো তোমায় বাড়ি
প্রতিদিনই আনবো কিন্যা নতুন ঢাকাই শাড়ি
ভালোবাসার টিকলি দিমু।।
কপালে পরাইয়ারে কপালে পরাইয়া।।
ছেলে
কোন্ সে জাদু করিয়া কাছে টানিয়া
রূপনয়নের ইশারাতে আমায় ডুবাইলা
ছেলে+মেয়ে
অন্তর আমার যায় যে পুড়ে তোমারও লাগিয়া রে
তোমারও লাগিয়া।
মেয়ে
কোন্ সে জাদু করিয়া কাছে টানিয়া
প্রেমনয়নের ইশারাতে পাগল করিলা