Ogo Amar Boro Maa歌词由Sayantan Adhikary演唱,出自专辑《Ogo Amar Boro Maa》,下面是《Ogo Amar Boro Maa》完整版歌词!
Ogo Amar Boro Maa歌词完整版
জগৎ জুড়ে তুমিই মা
দেখাও তোমার মহিমা।
আদি তুমি অন্ত তুমি,
আমরা কেবল ভ্রমেই ভ্রমি
এ কি তোমার মহিমা?
ওগো আমার বড় মা ।
মাতৃগর্ভে বাড়ছি যখন
এক নাড়ি তে বদ্ধ জীবন
তুমি ছিলে সাথে মা।
জনম নিয়ে খেলনা পেয়ে
ভুলেছি যে তোকে মা ।
খেলার শেষে ক্লান্ত হয়ে মা যাবো মন বলে মা ।
এ কি তোমার মহিমা
ও গো আমার বড় মা ।
অবিরাম খেলে খেলা
ধুলো ঘেঁটে কাটলো বেলা
ময়লা আমি , ওগো মা ।
এবার যদি তুই ধরিস মা
আর যাবো না ছেড়ে মা।
সাথে তোর নিশ্চিন্ত চলা
এই পথেতেই চলবো মা ।
এ কি তোমার মহিমা
ওগো আমার বড় মা ।।