Vranti歌词由RIR&Gk Kibria&MC Robin演唱,出自专辑《Vranti》,下面是《Vranti》完整版歌词!
Vranti歌词完整版
ঘর কোণে এক মনে নিরবতার জড়তা গুলো, ধরে আমি ভেসে চলেছি দূর অজানায়,
ঠেলে দিলে বহুদূর , তোর দেখা মেলেনা, মন আজও মানেনি, আর যেনো মানবে না,
যদি সময় হয় তোর ব্যস্ততায়, মাথা তুলে দে দূর সীমানায় আকাশ পাণে,
মেঘেদের দল জেগে উঠেছে অভিমানের স্লোগানে, অভিমানের স্লোগানে
I got love for the first time
broke from the inside yeah
And the skies ar no longer blue
Baby i've been looking for you
Baby east side west side
Let me make you alright No
Everynight i go alone
Im burning
Still learning
মাথা হ্যাং চারিদিকে শুধু বিশন্নতার ছোঁয়া তুমি নেই পাশে আজ তাই আমি দিশে হারা
শুন্য আমি তুমি ছাড়া, অপূর্ন হৃদয়টা ভেবে দেখো কি থেকে । কি হয় গেলো আমার এ জীবনটা
প্রতিশ্রুতি মুক্ত হয়েছে আজ , ক্ষয়ে যাওয়া মন কাননের বাধ ভঙ্গা দুই নয়ন তারা অশ্রু ঝড়ায় গোপনে ?
হারিয়ে গেছে অনেক কিছু চাইনা আর খুঁজিতে তোকে , তাইতো এখন চুপ থাকি আমি সব কিছুর মাঝেতে, ওটা ক্ষনিকের মোহ ছিল ভালোবাসা সেতো নয় মহোটা কেটেছে এখন প্রেম তাইতো মুক্তি পেতে চায়, সব কিছু বদলে গেছে বদলে গেছি
আজ আমি, আবেগের মাঝে ডুবে ছিলাম বাস্তবতায় ছিলে তুমি,
মেঘেদের দল জেগে উঠেছে অভিমানের স্লোগানে, অভিমানের স্লোগানে
বুঝনি আমাকে
আকাশের পানে তাকিয়ে দেখো
খুজনি আমাকে
আকাশের পানে তাকিয়ে বলো তুমি
শেষ নিশ্বাসে সেই বিশ্বাসে হারিয়ে ভ্রান্তিগুলো
এই ভ্রান্তিগুলো কেটে যাবে
হয়তোবা হয়তোবা।