笨鸟先飞
我们一直在努力
2025-01-21 06:31 | 星期二

Dhono Dhanno Pushpo Bhora歌词-Durnibar Saha

Dhono Dhanno Pushpo Bhora歌词由Durnibar Saha演唱,出自专辑《Dhono Dhanno Pushpo Bhora》,下面是《Dhono Dhanno Pushpo Bhora》完整版歌词!

Dhono Dhanno Pushpo Bhora歌词

Dhono Dhanno Pushpo Bhora歌词完整版

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।

চন্দ্র সূর্য গ্রহতারা,

কোথায় উজল এমন ধারা

কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে

তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।

এত স্নিগ্ধ নদী কাহার,

কোথায় এমন ধুম্র পাহাড়

কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে

এমন ধানের উপর ঢেউ খেলে যায়

বাতাস কাহার দেশে।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি

গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে

তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।

ভায়ের মায়ের এত স্নেহ,

কোথায় গেলে পাবে কেহ

ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি

আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef0f7VVA9BQtaUgAM.html

相关推荐

  • Chokher Aloy歌词-Durnibar Saha

    Chokher Aloy歌词-Durnibar Saha

    Chokher Aloy歌词由Durnibar Saha演唱,出自专辑《Chokher Aloy》,下面是《Chokher Aloy》完整版歌词! Chokher Aloy歌词完整版 Chokher aloy dekhechhilem cho...

  • 奥特版《红伞伞 白杆杆》你听过吗#奥特曼 #搞笑 #热门 #赛罗奥特曼 DOU+小助手 小助手歌词-奥特大陈阿

    奥特版《红伞伞 白杆杆》你听过吗#奥特曼 #搞笑 #热门 #赛罗奥特曼 DOU+小助手 小助手歌词-奥特大陈阿

    奥特版《红伞伞 白杆杆》你听过吗#奥特曼 #搞笑 #热门 #赛罗奥特曼 DOU+小助手 小助手歌词由奥特大陈阿演唱,出自专辑《》,下面是《奥特版《红伞伞 白杆杆》你听...

  • Ole Ole (Explicit)歌词-Atina

    Ole Ole (Explicit)歌词-Atina

    Ole Ole (Explicit)歌词由Atina演唱,出自专辑《Ole Ole (Explicit)》,下面是《Ole Ole (Explicit)》完整版歌词! Ole Ole (Explicit)歌词完整版 袨谢械 袨谢械...

  • 一个有你的世界歌词-熊子毅

    一个有你的世界歌词-熊子毅

    一个有你的世界歌词由熊子毅演唱,出自专辑《一个有你的世界》,下面是《一个有你的世界》完整版歌词! 一个有你的世界歌词完整版 音乐后期母带:中文说唱救世主...

  • Danke schn歌词-ivo Robic

    Danke schn歌词-ivo Robic

    Danke schn歌词由ivo Robic演唱,出自专辑《Danke schn》,下面是《Danke schn》完整版歌词! Danke schn歌词完整版 作曲 : Bert Kaempfert/Kurt SchwabachDanke...