Mati Hobe Ashol Bari (Explicit)歌词由Mohin Khan演唱,出自专辑《Mati Hobe Ashol Bari (Explicit)》,下面是《Mati Hobe Ashol Bari (Explicit)》完整版歌词!
Mati Hobe Ashol Bari (Explicit)歌词完整版
মাটি হবে আসল বাড়ি
মাটি শেষ ঠিকানা ।
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
মাটি হবে আসল বাড়ি
মাটি শেষ ঠিকানা ।
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
সাড়ে তিন হাত মাটির ঘরে
রইবি একা একা
সঙ্গী-সাথী কারো সাথে
হবে না তোর দেখা
সাড়ে তিন হাত মাটির ঘরে
রইবি একা একা
সঙ্গী-সাথী কারো সাথে
হবে না তোর দেখা
অন্ধকার ঐ ঘরের কথা
ভাবো কি রে মন ও....
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা'
দুনিয়ার-ই রং তামাশায়
মত্ত হয়ে আছো
দয়ার সাগর সেই খোদাকে
তুমি ভুলে গেছো
দুনিয়ার-ই রং তামাশায়
মত্ত হয়ে আছো
দয়ার সাগর সেই খোদাকে
তুমি ভুলে গেছো
আপন যারে ভাবলি রে তুই
আপন যারে ভাবলি রে তুই
সে তো আপন নয়....
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
কিসের আশায়, কিসের নেশায়
চলছো দম্ব ভরে
যা'রে দিয়ে সৃষ্টি তো তুই
সেই মাটির উপরে
কিসের আশায়, কিসের নেশায়
চলছো দম্ব ভরে
যা'রে দিয়ে সৃষ্টি তো তুই
সেই মাটির উপরে
চূর্ণ হবে দম্ব স'বি
চূর্ণ হবে দম্ব স'বি
কিছুই তো রবে না.....
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
মাটি হবে আসল বাড়ি
মাটি শেষ ঠিকানা
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা
শেষ নিদানের মাটি যে তোর
হবে রে বিছানা