Dolil歌词由Shiekh Sadi演唱,出自专辑《Dolil》,下面是《Dolil》完整版歌词!
Dolil歌词完整版
মুখের কথায় বিশ্বাস কইরা
করলামনা দলিল
আমার সনে ভাব জমাইয়া
কারে দিলা দিল
বন্ধু তোমার কথা কাজে পাইলামনা রে মিল।।
ছলে-কলে প্রেম শিখাইয়া
দিয়াছো উড়াল
কলিজাতে মাইরা গেলা
ধারালো কুড়াল
জন্মের তরে বুকে দিলা
কষ্ট নামের সীল ।।
বন্ধু তোমার কথা কাজে পাইলামনা রে মিল।।
অন্তরেতে বিষ রাখিয়া
মুখে মধুর ভাব
বুঝতে আমার হইল দেরি
এই তোমার স্বভাব
সুকৌশলে ভাঙলা তুমি
মনেরও মঞ্জিল ।।
বন্ধু তোমার কথা কাজে পাইলামনা রে মিল।।
আশায় আশায় বুক বান্ধিয়া
হইয়াছি নৈরাশ
মন জমিনে শুধুই এখন
করি দুঃখের চাষ
শামরানে কয় প্রেম দোয়ারে
দিয়া দিছি খিল।।
বন্ধু তোমার কথা কাজে পাইলামনা রে মিল।।