Marhaba Romjan歌词由Tanzil Arafat&Hasib Mahmud&Sahriyer Rahman Himel演唱,出自专辑《Marhaba Romjan》,下面是《Marhaba Romjan》完整版歌词!
Marhaba Romjan歌词完整版
ধরার বুকে বইছে দেখ
আনন্দ আমেজ
সকল হৃদয় পায় যে বলয়
মনোহর আবেশ
এলো ফিরে বছর ঘুরে
মাহে রমাদ্বান
মারহাবা রমজান মারহাবা রমজান
মহান প্রভু দিলেন খুলে
রহমের দুয়ার
তাইতো ধরায় উঠলো ভেসে
আনন্দ জোয়ার
সপ্তাকাশে মুখরিত
মুবারক ফরমান
প্রতি পদে নেকি অডেল
বয় খুশবু ধারা
আজ বেহিসাব পেয়ে সওয়াব
হয় আত্মহারা
মুমিন মাঝে বইছে দেখ
আনন্দ আযান