Protirodher Awaj歌词由Dj Rik&Dj Jits演唱,出自专辑《Protirodher Awaj》,下面是《Protirodher Awaj》完整版歌词!
Protirodher Awaj歌词完整版
এ কোন আঁধার, এ কোন শিকল,
নারী হয়ে কেন আজও সইতে হয়,
তোমার লোভে, তোমার দানব চাহনি,
আমরা জাগবো, এবার ফুরোবে সময়।
প্রতিরোধের আওয়াজ তোলো
নবীন সূর্যের আলোয় ওঠো চিৎকারে,
লুটেরা শাসক, তাঁদের আসন ভাঙো,
অন্যায়ের জবাব, এবার পথের বাঁকে।
ভূষণ পরা যারা ক্ষমতার নেশায়,
দেখো তাদের মুখোশ খুলে পড়ে যায়,
সত্যের মশাল হাতে নিয়ে এগিয়ে চলো,
বন্দী শিকল ভাঙবে, আমরা যে রয়েছি তাই
প্রতিরোধের আওয়াজ তোলো
নবীন সূর্যের আলোয় ওঠো চিৎকারে,
লুটেরা শাসক, তাঁদের আসন ভাঙো,
অন্যায়ের জবাব, এবার পথের বাঁকে।
স্বাধীনতার নামে তোমরা করেছো বেচাকেনা,
দুর্নীতির বিষাক্ত ছায়ায় ঢাকা সব রঙ,
গরিবের কণ্ঠস্বর চাপা পড়ে যাক,
কিন্তু এ বারে রুখবে, কেউ সেজে থাকবে না সং
প্রতিরোধের আওয়াজ তোলো
নবীন সূর্যের আলোয় ওঠো চিৎকারে,
লুটেরা শাসক, তাঁদের আসন ভাঙো,
অন্যায়ের জবাব, এবার পথের বাঁকে।
এ লড়াই একা নয়, সবাইকে নিয়ে,
মিছিলে মিছিলে উঠবে প্রতিরোধের জয়,
তোমার অন্যায়ের পথ হবে নষ্ট,
আমরা এগিয়ে যাবো, থাকবে না কোনো ভয়।
নির্যাতিতা মা-বোনেরা আজকের যোদ্ধা,
তাদের রক্তে লেখা হবে নতুন ইতিহাস,
শোষণের দিন শেষ হয়ে আসছে,
মানুষের অধিকার ফিরিয়ে দেবো বিলিয়ে দেবো ভালোবাসা একরাস।
প্রতিরোধের আওয়াজ তোলো
নবীন সূর্যের আলোয় ওঠো চিৎকারে,
লুটেরা শাসক, তাঁদের আসন ভাঙো,
অন্যায়ের জবাব, এবার পথের বাঁকে।
আলোর নতুন প্রভাত আসছে,
শোষিতের স্বপ্নে আজ খুশির উল্লাস,
তোমার সাম্রাজ্য ধসে পড়বে,
আমরা জাগবো, হবে মুক্তির আভাস।