Prarthona歌词由Triman演唱,出自专辑《Prarthona》,下面是《Prarthona》完整版歌词!
Prarthona歌词完整版
এ জীবনের শত চাওয়া না পাওয়া
শত মিথ্যে প্রলোভন,তবু অবিরত ছুটে চলা
প্রার্থনাতে আছো তুমি ও বিধাতা
তোমার দৃষ্টির অন্তরাল হলে অসীম শূন্যতা।
হয়তো আমি হারিয়ে যাবো জীবনের এই বাঁকে
হয়তো আর ফিরে পাবোনা,সোনালী সেই দিনগুলিকে
শুধু প্রার্থনা ও বিধাতা
যেনো বিস্মৃত না হই, তোমার কথা।
বিধাতা চলছে জীবন,তোমার নামে তোমার ছায়ায়
বিধাতা ছুটছি এ পথ,স্বপ্ন পুড়িয়ে বাঁচার আশায়।
হয়তো আমি হারিয়ে যাবো,জীবনের এই বাঁকে
হয়তো আর ফিরে পাবোনা,সোনালী সেই দিনগুলিকে।
ও বিধাতা, শুধু প্রার্থনা
শুধু প্রার্থনা,ও বিধাতা।