笨鸟先飞
我们一直在努力
2025-01-18 09:03 | 星期六

Desher Poristhiti歌词-Humayun Kabir Shabib

Desher Poristhiti歌词由Humayun Kabir Shabib演唱,出自专辑《Desher Poristhiti》,下面是《Desher Poristhiti》完整版歌词!

Desher Poristhiti歌词

Desher Poristhiti歌词完整版

শোনো শোনো বঙ্গ বাসি শোনো দিয়া মন

এ সময়ের কথা আমি করিব বর্ণন

জ্যামের ঠেলায় রাস্তাঘাটে যাচ্ছে না যে চলা

উচিত কথা বলতে গেলে বাঁধছে মুখে তালা

জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন

প্রতি মাসে হচ্ছে দেখো কত মানুষ খুন

চারিদিকে কত রঙের কত ঢংয়ের নেতা

হেন করেগা তেন করেগা বলছে কি সব যাতা

বিজ্ঞজনের কথাবার্তা কে বা কখন শোনে

এ সমাজে কেউ কাউকে একটু নাহি গোনে।।

চতুর্দিকে ঝুটঝামেলা রং তমাশার হাট

ময়লা আবর্জনার পাহাড় হচ্ছে সদরঘাট

ইট পাথরের সাথে মানুষ করছে বসবাস

নর্দমাতে যাচ্ছে পাওয়া বেওয়ারিশের লাশ

জালিমশাহীর অত্যাচারে জনতার পিঠ লাল

এ ভাবে আর মরবো কত চলবে কতকাল

পথের কবি ভাবছে সদা এসব কি যে হচ্ছে

মানুষ কেন এই মানুষের কলিজা চিবে খাচ্ছে।।

রাজনীতিতে গদি নিয়ে চলছে টানাটানি

ঘরে বাইরে অস্থিরতা বাড়ছে হানাহানি

দুবেলা ভাত পায় না কেহ একবেলা ভাত রাধে

ডাইনে বামে সবখানে আজ গণতন্ত্র কাঁদে

রক্ষক আজ ভক্ষক সেজে করছে কত কিছু

তবু কেন আমজনতা ছুটছে ওদের পিছু

ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি নিয়মিত

বাংলাদেশের রাজনীতি আজ ফরমালিন মিশ্রিত ।।

ডিসকো গানের তালে নাচে মন্টু মিয়ার পোলা

জোড়া তালি কাপড় পড়ে দেয় সে কোমড় দোলা

ধান্দামিতে পাক্কা রে খুব খেলতে গুটির দাবা

সব্রি কলা খায় না সে যে খায় হিরোইন ইয়াবা

ঝরনা সুমী আঁখি মিতু চৈতি এবং প্রীতি

ভিনদেশী পোশাকের লাগি দিচ্ছে আত্মহুতি

পশ্চিমা সংস্কৃতির জ্বরে আক্রান্ত দেশ

বিপথগামী তরুণ সমাজ কি যে হবে শেষ।।

নারী-পুরুষ অবাধ মিশন বাড়ছে প্রতিদিনই

স্বল্পদামে দেহ ঘড়ি হচ্ছে বিকিকিনি

আধুনিকের দাবিদার তাই বাংলা বলে কম

অন্য ভাষায় মনের কথা বলতে ভীষণ জম

সেলিব্রেটি হওয়ার আশায় ধর্ম কর্ম ছেড়ে

ভোগবিলাসে জীবনটাকে দিচ্ছে উজাড় করে

স্বামী এখন নাচের পুতুল বউয়ের গলার মালা

এসব ভেবে মনে আমার বাড়ছে ভীষণ জ্বালা।।

এদেশের অলিগলি মাঠ গ্রামগঞ্জ শহরে

শত হাজার নাস্তিক আর মুরতাদ বাস করে

মত প্রকাশের স্বাধীনতা বলে ধর্মের অপমান

আউলা আর বাউলারা সব করে যায় সারাক্ষণ

সেকুলারিজম ধর্মহীনতা বাস্তবায়নে

ধর্মদ্রোহী ব্যস্ত সদা ছড়া কবিতা গানে

৯০ ভাগ ঈমানদারের এই জমিনে হয়

কেমনে ওরা দ্বীন ইসলামের বদনাম করে যায়।

প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত তো হচ্ছে

নিষ্ঠুরতা বর্বতা হারদম চলছে

কোনখানে আজ নিরাপদ নেই জানমাল ইজ্জত

প্রতিবাদী হয়ে উঠবার তরে নেই কারো হিম্মত

স্বাধীনতা শুধু পেয়েছি আজও পাইনি যে অধিকার

এখন শুনি দেশের আকাশে শকুনের চিৎকার

কবি নজরুল ফররুখ এসে দেখে যাও তব দেশ

দালালেরা লুটেপুটে করলো সবই শেষ।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef19dVVA9Bg1VVgAADQ.html

相关推荐

  • Chokh歌词-Humayun Kabir Shabib

    Chokh歌词-Humayun Kabir Shabib

    Chokh歌词由Humayun Kabir Shabib演唱,出自专辑《Chokh》,下面是《Chokh》完整版歌词! Chokh歌词完整版 উন্নত জাতি উন্নত দেশ চারিদি...

  • ТОЛЬКО ВДОВЕМ歌词-JUST_AMIR

    ТОЛЬКО ВДОВЕМ歌词-JUST_AMIR

    歌词由JUST_AMIR演唱,出自专辑《 》,下面是《 》完整版歌词! 歌词完整版

  • ASAU (Original Motion Pictire Soundtrack)歌词-G.H.A.D

    ASAU (Original Motion Pictire Soundtrack)歌词-G.H.A.D

    ASAU (Original Motion Pictire Soundtrack)歌词由G.H.A.D演唱,出自专辑《ASAU (Original Motion Pictire Soundtrack)》,下面是《ASAU (Original Motion Picti...

  • ЛИШЬ ОДНО歌词-JUST_AMIR

    ЛИШЬ ОДНО歌词-JUST_AMIR

    歌词由JUST_AMIR演唱,出自专辑《 》,下面是《 》完整版歌词! 歌词完整版

  • Портрет歌词-Adam

    Портрет歌词-Adam

    歌词由Adam演唱,出自专辑《》,下面是《》完整版歌词! 歌词完整版 - AdamTME享有本翻译作品的著作权Lyrics by: Composed by: Produced by: 你的身影...