Prem歌词由Sharika Ahmed演唱,出自专辑《Prem》,下面是《Prem》完整版歌词!
Prem歌词完整版
জীবনে চলার পথে কত প্রেম হয়
কত প্রেম বেলা শেষে হয়ে যায় ক্ষয়
জীবনে চলার পথে কত প্রেম হয়
কত প্রেম বেলা শেষে হয়ে যায় ক্ষয়
কিন্তু মায়ের প্রেম হয় নাতো শেষ
আজীবন রয়ে যায় সেতো অক্ষয়
জীবনে চলার পথে কত প্রেম হয়
কাছাকাছি আসে কত মানুষের মন
কতজন হয়ে যায় অনেক আপন
কাছাকাছি আসে কত মানুষের মন
কতজন হয়ে যায় অনেক আপন
ভালোবাসাবাসী হয় কত যে প্রাণে
ভালোবাসাবাসী হয় কত যে প্রাণে
মায়ের ভালোবাসায় সবই হয় লয়
জীবনে চলার পথে কত প্রেম হয়
কত প্রেম বেলা শেষে হয়ে যায় ক্ষয়
কিন্তু মায়ের প্রেম হয় নাতো শেষ
আজীবন রয়ে যায় সেতো অক্ষয়
জীবনে চলার পথে কত প্রেম হয়
আমার মা’ইতো হল বর্ণেরমালা
ভাষা গানও ছন্দতে ফুলের ডালা
আমার মা’ইতো হল বর্ণেরমালা
ভাষা গানও ছন্দতে ফুলের ডালা
প্রথম প্রেমের পাঠ সেই নিশ্চয়
প্রথম প্রেমের পাঠ সেই নিশ্চয়
মা যে তাই আরশের মহা বিষ্ময়
জীবনে চলার পথে কত প্রেম হয়
কত প্রেম বেলা শেষে হয়ে যায় ক্ষয়
কিন্তু মায়ের প্রেম হয় নাতো শেষ
আজীবন রয়ে যায় সেতো অক্ষয়
জীবনে চলার পথে কত প্রেম হয়
জীবনে চলার পথে কত প্রেম হয়