Amar Shonar Dash Amon Holo Kano歌词由Gazi Anas Rawshan演唱,出自专辑《Amar Shonar Dash Amon Holo Kano》,下面是《Amar Shonar Dash Amon Holo Kano》完整版歌词!
Amar Shonar Dash Amon Holo Kano歌词完整版
আজ নিরাপদ সড়ক নেই
আজ নিরাপদ চিকিৎসা নেই।।
নেই নিরাপদ খাদ্য আহা
মৃত্যুপুরী যেন
আমার সোনার দেশ এমন হলো কেন?।।।ঐ
আমার বাংলাদেশ
সোনার বাংলাদেশ
যে যখন যায় ক্ষমতাতে
আঁকড়ে ধরে গদিটাকে
ঘরের লকারে টাকার পাহাড়
অসহায় কতজন পায়না আহার।
মরছে ধুকে ধুকে কষ্ট বুকে পুষে
এখনও
আমার সোনার দেশ এমন হলো কেন?।।।ঐ
আমার বংলাদেশ
সোনার বাংলাদেশ
ভিন্ন মতে হলে পিটিয়ে খুন
ক্ষমতার আহা কি দারুন গুণ
ছাত্র হোক কিবা আমজনতা
সবাই জেনে গেছে কি ক্ষমতা।।
কাঁদছে স্বাধীনতা বন্দী মানবতা
এখনও
আমার সোনার দেশ এমন হলো কেন?।।।ঐ