Harano jomin歌词由Iqbal Hossain演唱,出自专辑《Harano jomin》,下面是《Harano jomin》完整版歌词!
Harano jomin歌词完整版
কত কাল কেটে গেলো নির্ঘুম আকসার সালাদিন ঘুমে খুব।
কত জুলুমের লহু, বুকে নিয়ে আজো, কেঁদে যায় দানিয়ু।
নোঙর ফেলেনি তারিকের তরী দরিয়ায় কত কাল,
আন্দালুসিয়া, গ্রানাডা, টলেডো, কত খুনে হোল লাল,
জুলফিকার লয়ে আবার আসুক শাহজালাল !!
যদি ওঠে ঝড় ঝিলামে আবার আজাদির কাশ্মীর,
ভুলে যাবো যত, বেদনা মোড়ানো শোক ক্ষত পলাশীর,
খোরাসান জুড়ে আজানের ধ্বনি, তাকবীর বাঁধে জোট,
ধিকি ধিকি জ্বলে আশার পিদিম, মন জুড়ে বালাকোট,
রুখবে কে শত ষড়যন্ত্র ছিঁড়ে জুলুমের জাল !!
ফিরে পাবো সব হারানো জমিন,
এখনো এ বুকে আশ,
কসভো, ক্রিমিয়া, আজারবাইজান, চেচনিয়া, ককেশাস,
বসফরাসের সেই রণতরী জাবালে তারিকে এসে,
মিলবে মাগরিব আর মাশরিক
আল্লাহকে ভালোবেসে !!
বুলেটে বোমায় বিক্ষত ঈদে, বাকি নেই জিনজিয়াং,
সবুজ বদ্বীপ মরুভূমি লাশে লহুলাল আরাকান,
তেল আবিবের পথে প্রান্তরে লাঞ্চনা বিকৃতি,
কায়রো, বৈরুত, মসুল, করাচী দামেস্কের সে স্মৃতি,
শুধু প্রার্থনা কেটে যাবে রাত এই আহাজারি কাল !!
দিল্লীর শাহী মসনদে ঘুণ, লাল যমুনার জল,
বাংলা, লখনৌ হারায়ে কাঁদে, একা একা তাজমহল,
খান জাহানের মসজিদে আর হয়নাতো কুচকাওয়াজ,
কোথায় হারালো ফকির বাদশা, ছুঁড়ে ফেলে শাহী তাজ,
ইথারে ইথারে বেদনার ধ্বনি, ডুবো তরী ছেড়া পাল!!