笨鸟先飞
我们一直在努力
2025-01-21 00:53 | 星期二

Premer Mahal歌词-Gaaner Manush Mashrur

Premer Mahal歌词由Gaaner Manush Mashrur演唱,出自专辑《Premer Mahal》,下面是《Premer Mahal》完整版歌词!

Premer Mahal歌词

Premer Mahal歌词完整版

তোর নামে আমার

গড়া এই প্রেমের মহল

তোকে ঘিরে আমার

রাজ্যেরই কোলাহল

তোর নামে আমার

গড়া এই প্রেমের মহল

তোকে ঘিরে আমার

রাজ্যেরই কোলাহল

তুই আমার শুধু আমার

জনম জনমের সম্বল

তোকে ছাড়া যায় না ভাবা

চোখের কোনে জমে জল ।

তুই আমার শুধু আমার

জনম জনমের সম্বল

তোকে ছাড়া যায় না ভাবা

চোখের কোনে জমে জল।

তোর নামে আমার

গড়া এই প্রেমের মহল

তোকে ঘিরে আমার

শত রাজ্যেরই কোলাহল ।

ছন্দে তোর মেতে থাকা

তুই যে আমার পরাণ

পুড়ি আমি দিন রজনী

তুই যে আমার জান

তুই আমার শুধু আমার

জনম জনমের সম্বল

তোকে ছাড়া যায় না ভাবা

চোখের কোনে জমে জল

তুই আমার শুধু আমার

জনম জনমের সম্বল

তোকে ছাড়া যায় না ভাবা

চোখের কোনে জমে জল

তোর নামে আমার গড়া

এই প্রেমের মহল

তোকে ঘিরে আমার

শত রাজ্যেরই কোলাহল ….

সপ্ন যত তোকে ঘিরে

পুষে রেখেছি আমি

তোকে পেলেই

হবে পূরণ

অপেক্ষাতে আছি।

তুই আমার শুধু আমার

জনম জনমের সম্বল

তোকে ছাড়া যায় না ভাবা

চোখের কোনে জমে জল

তুই আমার শুধু আমার

জনম জনমের সম্বল

তোকে ছাড়া যায় না ভাবা

চোখের কোনে জমে জল

তোর নামে আমার

গড়া এই প্রেমের মহল

তোকে ঘিরে আমার

রাজ্যেরই কোলাহল

তোর নামে আমার

গড়া এই প্রেমের মহল

তোকে ঘিরে আমার

শত রাজ্যেরই কোলাহল ।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef1d4VVA9BghXWwYMCw.html

相关推荐

  • Bhul Bujhe Chole Jao歌词-Mosiur Rahman Rinku

    Bhul Bujhe Chole Jao歌词-Mosiur Rahman Rinku

    Bhul Bujhe Chole Jao歌词由Mosiur Rahman Rinku演唱,出自专辑《Bhul Bujhe Chole Jao》,下面是《Bhul Bujhe Chole Jao》完整版歌词! Bhul Bujhe Chole Jao歌...

  • Konya Bole Koro Na Hela歌词-Saran

    Konya Bole Koro Na Hela歌词-Saran

    Konya Bole Koro Na Hela歌词由Saran演唱,出自专辑《Konya Bole Koro Na Hela》,下面是《Konya Bole Koro Na Hela》完整版歌词! Konya Bole Koro Na Hela歌词...

  • Voê  Quem? (Explicit)歌词-pabloh&WMBR

    Voê Quem? (Explicit)歌词-pabloh&WMBR

    Vo Quem? (Explicit)歌词由pabloh&WMBR演唱,出自专辑《Vo Quem? (Explicit)》,下面是《Vo Quem? (Explicit)》完整版歌词! Vo Quem? (Explicit)歌词完整版 Ess...

  • Rahmater Mas Elo歌词-Humayra Afrin Era

    Rahmater Mas Elo歌词-Humayra Afrin Era

    Rahmater Mas Elo歌词由Humayra Afrin Era演唱,出自专辑《Rahmater Mas Elo》,下面是《Rahmater Mas Elo》完整版歌词! Rahmater Mas Elo歌词完整版 রহমতে...