Bonnay Vase Desh ( )歌词由Mazedur Manik演唱,出自专辑《Bonnay Vase Desh ( )》,下面是《Bonnay Vase Desh ( )》完整版歌词!
Bonnay Vase Desh ( )歌词完整版
বন্যায় ভাসে দেশ
ওদের সবকিছুই তো শেষ
নাই বাড়িঘর, নাইতো আশ্রয়
ওরা যাবে কই
এসো দেশের মানুষ
দেশ বাঁচাতে
একসাথে যেনো হই
মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে হয়
টাকা, পয়সা, ধন-সম্পত্তি চিরদিনের নয়
জাতি, ধর্ম নির্বিশেষে
রাখো কাঁধে কাঁধ
শুনছো নাকি অসহায়ের
করুণ আর্তনাদ