Janla Khule Jakhoni歌词由Shreya Ghoshal演唱,出自专辑《Jaabo Tepantar》,下面是《Janla Khule Jakhoni》完整版歌词!
Janla Khule Jakhoni歌词完整版
Jaanla Khule Jakhoni - Shreya Ghoshal
Lyrics by:Dilip Das
Composed by:Dilip Das
জানলা খুলে
জানলা খুলে যখনই চাই বাইরে
মুঠো মুঠো রোদের কণা
আমায় ছুঁতে চায় রে
জানলা খুলে যখনই চাই বাইরে
মুঠো মুঠো রোদের কণা
আমায় ছুঁতে চায় রে
শিশির ধোয়া শিরশিরানো পাতারা
ভৈরবী সুরে গাইছে তাইরে নাইরে
তাইরে নাইরে নাইরে
জানলা খুলে
জানলা খুলে যখনই চাই বাইরে
মুঠো মুঠো রোদের কণা
আমায় ছুঁতে চায় রে
কত আলো গাছে গাছে ফুটছে
ফুটে তারা কার কোলে ঝরে পড়ছে
ও কত আলো গাছে গাছে ফুটছে
ফুটে তারা কার কোলে ঝরে পড়ছে
আকাশ আজ ধরেছে এমন রঙ
আকাশ আজ ধরেছে এমন রঙ
যে রঙ ছড়িয়ে পড়ে চোখের অন্তরে
জানলা খুলে
জানলা খুলে যখনই চাই বাইরে
মুঠো মুঠো রোদের কণা
আমায় ছুঁতে চায় রে
খুশির হাওয়া বাজায় ধিতাং ধিতাং বোল
চারিধারে যাচ্ছে শোনা দে দোল দে দোল
খুশির হাওয়া বাজায় ধিতাং ধিতাং বোল
চারধারে যাচ্ছে শোনা দে দোল দে দোল
প্রথম আলোর সুরের তরী
প্রথম আলোর সুরের তরী
ছন্দে রওনা পাড়ি দিতে মেঘের 'পরে
জানলা খুলে
জানলা খুলে যখনই চাই বাইরে
মুঠো মুঠো রোদের কণা
আমায় ছুঁতে চায় রে
শিশির ধোয়া শিরশিরানো পাতারা
ভৈরবী সুরে গাইছে তাইরে নাইরে
তাইরে নাইরে নাইরে
জানলা খুলে
জানলা খুলে যখনই চাই বাইরে
মুঠো মুঠো রোদের কণা
আমায় ছুঁতে চায় রে