Tong Dokaner Cha歌词由Asif Akbar&Doly Shaontoni演唱,出自专辑《Tong Dokaner Cha》,下面是《Tong Dokaner Cha》完整版歌词!
Tong Dokaner Cha歌词完整版
টং দোকান
----------------
ছেলে: টং দোকানের চা এর মতো
স্বাদ না ভোলা মিষ্টি তুমি
মেয়ে: ভর দুপরে টিনের চালে
অঝর ধারায় বৃষ্টি তুমি
ছেলে: পিকাসো, ভ্যানগগের ছোঁয়ায়
কালান্তরের সৃষ্টি তুমি
ডুয়েট: কেউ জানুক আর নাইবা জানুক
আমার চোখের দৃষ্টি তুমি।
ছেলে: আমার মনের পাঠশালাতে
চিরকালীন পাঠ্য তূমি
মেয়ে: সুরহারা সব জনপদে
অমর গীতিনাট্য তুমি
ছেলে: পিকাসো.........।।
মেয়ে; আমার বুকের তালপাটিতে
গল্প বোনার সঙ্গী তুমি
ছেলে: উটকো ঝড়ে, মনখারাপে
ইচ্ছেখুশির ভঙ্গি তুমি
মেয়ে: পিকাসো...…...।।