Ekbar Nosib Koro (Explicit)歌词由Abdullah Al Muzahid&Ataur Rahman Esmam&Muddassir Bokhary演唱,出自专辑《Ekbar Nosib Koro》,下面是《Ekbar Nosib Koro (Explicit)》完整版歌词!
Ekbar Nosib Koro (Explicit)歌词完整版
স্বপ্নযোগে দেখার তরে হৃদয় যে পাগল
দিবানিশি দুই নয়নে অশ্রু যে টলমল
ওগো রহমান তোমার দাও না নাজরানা
একবার নসিব করো মোরে সোনার মদিনা
মদিনার রূপমহলে যে গিয়েছে
সারা জীবন আফসোস মনে সে জপেছে
সোনালী জালী তুমি আমায় দেখাও না
শুয়ে আছেন যেথায় সিদ্দিকি আকবার
ফারুকে আজম ওসমান আলী হায়দার
তাদের সংস্পর্শে মোরে ধন্য করো না
ওগো রাসুল দেখবো কবে আপনার এই দুয়ার
আশায় আশায় বসে আছি এ গুনাগার
হাশরের ময়দানে দিয়েও একটু নাজরানা