笨鸟先飞
我们一直在努力
2025-01-11 08:05 | 星期六

Moder Ache Cox’sbazar歌词-Labonno

Moder Ache Cox’sbazar歌词由Labonno演唱,出自专辑《Moder Ache Cox’sbazar》,下面是《Moder Ache Cox’sbazar》完整版歌词!

Moder Ache Cox’sbazar歌词

Moder Ache Cox’sbazar歌词完整版

মোদের আছে কক্সবাজার

আমরা আর কিই-বা চাই

এসো সবাই মিলে কাজ করে যাই

সেরা বানাই

জগত জোড়া পড়ুক সারা জানুক সবাই

মোদের কমতো কিছু নাই॥

সৈকত কারো সৃস্টি নয়

সৈকত প্রকৃতিরই দান

এসো সবাই মিলে করি তাহার

সমৃদ্ধ মান।

চলো পর্যটনে দেশটা গড়ি

বাড়বে দেশের মান

দেশ-বিদেশের আসবে মানুষ

গাইবে মোদের গান।

এসো সবাই মিলে গাই

বিশ্বসেরা সৈকত মোদের তাহার সমান নাই॥

নাই রে কুমির নাই রে হাঙর

নাই মোদের সৈকতে

প্রাণটা খোলে কাটি সাঁতার

দলবেঁধে ছেলে বুড়ুতে

মোরা দলবেঁধে ছেলে বুড়ুতে।।

ঝিনুক কুড়াই গাঁথি মালা

দিনের অবশেষে

লাল কাঁকড়া খুঁজে বেড়াই

এক অন্য আবেশে।

এসো সবাই মিলে গাই

বিশ্বসেরা সৈকত মোদের তাহার সমান নাই॥

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef1eeVVA9AwFbVAsA.html

相关推荐

  • The Wise, The Kind, and The Eternal歌词-The Harridans

    The Wise, The Kind, and The Eternal歌词-The Harridans

    The Wise, The Kind, and The Eternal歌词由The Harridans演唱,出自专辑《The Wise, The Kind, and The Eternal》,下面是《The Wise, The Kind, and The...

  • 南枝 (COVER版)歌词-是高艺哟

    南枝 (COVER版)歌词-是高艺哟

    南枝 (COVER版)歌词由是高艺哟演唱,出自专辑《》,下面是《南枝 (COVER版)》完整版歌词! 南枝 (COVER版)歌词完整版 我曾听他的名姓 千次百次我曾闻他的故事 流...

  • 探戈  缘分的祸惹不起-小匠【最新交谊舞曲欣赏】原创制作 (Remix)歌词-东风

    探戈 缘分的祸惹不起-小匠【最新交谊舞曲欣赏】原创制作 (Remix)歌词-东风

    探戈 缘分的祸惹不起-小匠【最新交谊舞曲欣赏】原创制作 (Remix)歌词由东风演唱,出自专辑《2024年8月【交谊舞曲欣赏】-4》,下面是《探戈 缘分的祸惹不起-小匠【...

  • 一切顺利歌词-叮叮噹

    一切顺利歌词-叮叮噹

    一切顺利歌词由叮叮噹演唱,出自专辑《有我在远方》,下面是《一切顺利》完整版歌词! 一切顺利歌词完整版 我独自悲伤看不见远方失去了声音迷失了自我是谁的原因...