GanjaKhor (Explicit)歌词由Siam Sarker Jan演唱,出自专辑《GanjaKhor (Explicit)》,下面是《GanjaKhor (Explicit)》完整版歌词!
GanjaKhor (Explicit)歌词完整版
গাঁজাখোর গাঁজাখোর
আমি আজ গাঁজাখোর
প্রিয়তমা আমি তোমার কারণে
খুলেছি স্বপ্ন দুয়ার
প্রিয়তমা তুমি দাও নি মূল্য
আমার ভালোবাসার
মিছে প্রেম ছলনার
ব্যথায় বিভোর আমি
আঁধারে জীবন রেখে
দূরে গিয়েছো তুমি
আমি তাই খুঁজে পাই সুখ
খুলে নেশার দোর
গাঁজাখোর গাঁজাখোর
আমি আজ গাঁজাখোর
ভুল না-কি ভালোবাসা করেছি আমি
জানে না মাতাল এ-মন
আশার শিশুগুলো ম'রে গেছে তাই
সূঁতো-কাটা-ঘুড়ি জীবন
পরাজিত প্রেম নিয়ে আলোর মিছিল হয়ে
সুখে সুখে ম'রে যাবো
প্রতারণার জ্বাল ছিঁড়ে ফেলে
তোমাকেই ভালোবাসবো
তুমি রাণী আমি রাজা
গাঁজার পৃথিবীতে
কল্পনায় রাখি হাত
তোমার ঐ কোমল হাতে
এভাবেই খুঁজে পাই সুখ
খুলে নেশার দোর
গাঁজাখোর গাঁজাখোর
আমি আজ গাঁজাখোর