笨鸟先飞
我们一直在努力
2025-01-06 17:22 | 星期一

Brishty Hote Paari歌词-Nandinii Sarega

Brishty Hote Paari歌词由Nandinii Sarega演唱,出自专辑《Brishty Hote Paari》,下面是《Brishty Hote Paari》完整版歌词!

Brishty Hote Paari歌词

Brishty Hote Paari歌词完整版

তোমায় নিয়ে মনের মেঘে

প্রেমেরজল জমেছে

খুঁজছে প্রাঙ্গণ আসবে ধেয়ে

মন এটাই চেয়েছে

তোমায় নিয়ে তোমায় নিয়ে

ভাবনা প্রেমের মন গেয়েছে

বৃষ্টি হতে পারি,

যদি ভিজতে তুমি চাও

ভেজাতে পারি,

যদি ভালবাসতে চাও

ভালোবাসতে রাজি,

হাসতে যদি পারো

প্রেম দিয়ে, প্রেম নিয়ে,

প্রেম নিয়ে,

থাকতে যদি পারো

ওগো,থাকতে যদি পারো

ওগো,আসতে যদি পারো

প্রেম দিয়ে প্রেম নিয়ে,

থাকতে যদি পারো

ওগো, রাখতে যদি পারো

ওগো,ভাবতে যদি পারো

আমায় তুমি ভালোবেসে

রাখতে যদি পারো

সমুদ্রের ঢেউ গুনে

দেবো ভালোবাসা

দিনে দিনে

নিতে যদি চাও,

কাছে ডেকে নাও

হাত বাড়ালেই বন্ধুত্ব,

নয়তো প্রেম ব্যর্থ

যেমন তুমি চাও নাও,

ভেবে নাও

হতে রাজি,,

তোমার আমি

যদি হও গো

রাজি তুমি

যদি হও গো

রাজি তুমি

যদি,হও গো রাজি তুমি

হারাতে,আমি পারি

যদি খুঁজিতে তুমি রাজি

এসেও যাবো কাছাকাছি

যদি,থাকো তুমি রাজি

হাসতে, যদি পারো

প্রেম দিয়ে, প্রেম নিয়ে,

থাকতে যদি,, পারো

ওগো ওগো

ওগো,রাখতে যদি পারো

ওগো, ভাবতে যদি পারো

আমায় তুমি ভালোবেসে

রাখতে যদি পারো

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef225VVA9AwFXWgED.html

相关推荐

  • raja jalanan suzuki歌词-epoi djyus

    raja jalanan suzuki歌词-epoi djyus

    raja jalanan suzuki歌词由epoi djyus演唱,出自专辑《raja jalanan suzuki》,下面是《raja jalanan suzuki》完整版歌词! raja jalanan suzuki歌词完整版 (Ver...

  • Shop歌词-

    Shop歌词-

    Shop歌词由演唱,出自专辑《STREET》,下面是《Shop》完整版歌词! Shop歌词完整版 통유리 문 옷가게들은 느낌이 좋아급한 내 성격에 열기 전부터 눈으로 골라핸...

  • Street歌词-

    Street歌词-

    Street歌词由演唱,出自专辑《STREET》,下面是《Street》完整版歌词! Street歌词完整版 I’m walking down the street 골반엔 바지미숙한 주먹질에 다친 양손엔...

  • 一指神功 (cover: 潘玮柏) (Demo)歌词-CG小胜胜

    一指神功 (cover: 潘玮柏) (Demo)歌词-CG小胜胜

    一指神功 (cover: 潘玮柏) (Demo)歌词由CG小胜胜演唱,出自专辑《CG小胜胜翻唱集》,下面是《一指神功 (cover: 潘玮柏) (Demo)》完整版歌词! 一指神功 (cover: ...