Brishty Hote Paari歌词由Nandinii Sarega演唱,出自专辑《Brishty Hote Paari》,下面是《Brishty Hote Paari》完整版歌词!
Brishty Hote Paari歌词完整版
তোমায় নিয়ে মনের মেঘে
প্রেমেরজল জমেছে
খুঁজছে প্রাঙ্গণ আসবে ধেয়ে
মন এটাই চেয়েছে
তোমায় নিয়ে তোমায় নিয়ে
ভাবনা প্রেমের মন গেয়েছে
বৃষ্টি হতে পারি,
যদি ভিজতে তুমি চাও
ভেজাতে পারি,
যদি ভালবাসতে চাও
ভালোবাসতে রাজি,
হাসতে যদি পারো
প্রেম দিয়ে, প্রেম নিয়ে,
প্রেম নিয়ে,
থাকতে যদি পারো
ওগো,থাকতে যদি পারো
ওগো,আসতে যদি পারো
প্রেম দিয়ে প্রেম নিয়ে,
থাকতে যদি পারো
ওগো, রাখতে যদি পারো
ওগো,ভাবতে যদি পারো
আমায় তুমি ভালোবেসে
রাখতে যদি পারো
সমুদ্রের ঢেউ গুনে
দেবো ভালোবাসা
দিনে দিনে
নিতে যদি চাও,
কাছে ডেকে নাও
হাত বাড়ালেই বন্ধুত্ব,
নয়তো প্রেম ব্যর্থ
যেমন তুমি চাও নাও,
ভেবে নাও
হতে রাজি,,
তোমার আমি
যদি হও গো
রাজি তুমি
যদি হও গো
রাজি তুমি
যদি,হও গো রাজি তুমি
হারাতে,আমি পারি
যদি খুঁজিতে তুমি রাজি
এসেও যাবো কাছাকাছি
যদি,থাকো তুমি রাজি
হাসতে, যদি পারো
প্রেম দিয়ে, প্রেম নিয়ে,
থাকতে যদি,, পারো
ওগো ওগো
ওগো,রাখতে যদি পারো
ওগো, ভাবতে যদি পারো
আমায় তুমি ভালোবেসে
রাখতে যদি পারো