Bhalobasar Patent歌词由Moumita Barua演唱,出自专辑《Bhalobasar Patent》,下面是《Bhalobasar Patent》完整版歌词!
Bhalobasar Patent歌词完整版
ভালোবাসার প্যাটেন্ট
শিল্পী : মৌমিতা বড়ুয়া
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : শোভন রায়
লেবেল : প্রোটিউন
২১/০৯/২০২২
আজকে যাকে আঁকড়ে ধরছো
নিজের চেয়েও বেশি ভাবছো। ২
একটা সময় হয়তো তুমি
ঘৃণা করবে তারে।
সময় ঠিকই বলে দেবে
কখন প্রয়োজন কারে।
ভালোবাসার প্যাটেন্ট
কেউ কি বেঁচতে পারে।।
ভালোবাসার প্যাটেন্ট
কেউ কি কিনতে পারে।।
ভালোবাসা বায়োবীয়
ধরতে গেলে দেখবে নাই।
সাদা চিনিতে রঙ মাখাচ্ছে
লাল নীল সাদা হাওয়াই মিঠাই।। ২
কিছু পাখি ছেড়ে দিলেও
বসে থাকে খাঁচার দ্বারে।।
বুকের মাঝে জমে থাকা
তোমার গোপন দীর্ঘশ্বাস।
তুমি ছাড়া কেউ জানেনা
যতই যারে তুমি করো বিশ্বাস।।২
তুমি যতই আঁধারে থাকো
ছায়া চেনে ঠিক তোমারে।।