Tor Priter Fandhe歌词由Pothik Uzzal演唱,出自专辑《Tor Priter Fandhe》,下面是《Tor Priter Fandhe》完整版歌词!
Tor Priter Fandhe歌词完整版
তোর পিরীতের ফান্দে
শিল্পী : পথিক উজ্জ্বল
গীতিকার ও সুরকার : মেঘ শিমুল
১৫/০৩/২০২৪
তোর পিরীতের ফান্দে
পইড়া এ মন কান্দে। ২
বুঝি নাই মেয়ে আমি
তোর চালাকি।
তোরে ভালোবেসে আমি
এখন বুঝি প্রেমের জ্বালা কি।।
আমায় যে দ্যাখে সে হাসে
থাকি পাগলের বেশে
তোর স্মৃতি দুই চোখে ভাসে।। ২
পারিনা ভুলিতে তোর প্রেম মুছিতে
বুঝি নাই দিবি আমায় এমন ফাঁকি।।
তোরে ভালোবেসে আমি
এখন বুঝি প্রেমের জ্বালা কি।।
আমার বুকে দুখের খরা
আমি যে জ্যান্ত মরা
তোর প্রেমে পড়লাম কেন ধরা।। ২
বুঝি নাই ছলনা ওরে সাধের ললনা
এখন আমার দুখ বল কি দিয়া ঢাকি।।
তোরে ভালোবেসে আমি
এখন বুঝি প্রেমের জ্বালা কি ।।