Ogo Kabar Malik歌词由Jehan Murtaza演唱,出自专辑《Ogo Kabar Malik》,下面是《Ogo Kabar Malik》完整版歌词!
Ogo Kabar Malik歌词完整版
তোমার কদমে আমি ঠুকেছি মাথা
বার বার তোমাকেই করছি স্বরন
ও গো কাবার মালিক শুনো আর্জি আমার,
ঈমানের সাথে দিও আমাকে মরন ।
তোমার পথে তোমার মতে ,করি যেন জীবন যাপন।
ওমরের মতো করে শক্তি সাহস দিও,
ঈমান আমল দিও আলীর মতো।
বিরের মতো প্রাণ চলে যায়
শরীরে জরানো থাকে শহিদি কাফন
ও গো কাবার মালিক শুনো আর্জি আমার,
ঈমানের সাথে দিও আমাকে মরন ।ঐ
রক্তের বিন্দুতে হৃদয়ের সিন্দুতে,
ইসলাম করে দিও আমার আপন।
বকরের মতো করে ধর্য জ্ঞান দিও,
সাহাবার মতো দিও শহিদি মরন।
বিরের মতো যেন প্রাণ চলে যায়
শরীরে জরানো শহিদি কাফন
ও গো কাবার মালিক শুনো আর্জি আমার,
ঈমানের সাথে দিও আমাকে মরন।ঐ