Swadika Kap Konka歌词由Marufa Jannat Trisha演唱,出自专辑《Swadika Kap Konka》,下面是《Swadika Kap Konka》完整版歌词!
Swadika Kap Konka歌词完整版
ছোয়াদিকা ছোয়াদিকা
কাপকোনকা কাপকোনকা
সুবর্ণভূমে হলো দেখা
বললো ছোয়াদিকা
কুশলটা জানার ছলে
বললো অনেক কথা॥
যতোই কথা বলি তারে
বলে ম্যাপেলাই
অমায়িক মনটা তাহার
কোনো জুড়ি নাই।
আমার থাই বন্ধুর বাংলা ভ্রমণ
খোশ আমদেদ বলে তারে জানাই স্বাগতম
স্বাগতম স্বাগতম, জানাই স্বাগতম।
কাপকোনকা কাপকোনকা
কাপ কাপ কাপ কাপকোনকা॥
কাপ কাপ কাপ বলে তিনি
বলে অনেক কথা
আবার কবে হবে দেখা
ব্যাংকক না ঢাকা।
বলে শীত-গ্রীষ্ম নাইকো আমার দেশে
শুধুই বসন্ত
ফুলে ফুলে ছেয়ে থাকে সারা প্রান্ত
কাপকোনকা কাপকোনকা
কাপ কাপ কাপ কাপকোনকা॥